অক্টোবর ৬, ২০২৪, ১০:৩৫ পূর্বাহ্ন
Shahalam Molla
  • আপডেট : মার্চ, ৩০, ২০২৪, ৯:৩৬ অপরাহ্ণ
  • ৪০৬৪০ ১৯ বার দেখেছে

প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন নারায়ণগঞ্জ সিটি মেয়র আইভী

নিজেস্ব প্রতিবেদক
  • আপডেট : আগস্ট, ৮, ২০২২, ৮:২৫ অপরাহ্ণ
  • ১৩২ ১৯ বার দেখেছে
প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন নারায়ণগঞ্জ সিটি মেয়র আইভী
ফাইল ছবি

প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৃতীয়বারের জয়ী ও সফল মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। এরআগেও দু’বার মেয়র থাকার সময় উপমন্ত্রীর মর্যাদা পেয়েছিলেন মেয়র আইভী।

 

রোববার (৭ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্বাহী সেলের মহাপরিচালক আল মামুন মুর্শেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। তাদের পদমর্যাদার বিষয়টি অনুমোদন করে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি পাঠানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোঃ রেজাউল করিম চৌধুরী ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে।এ সংক্রান্তে গেজেট প্রকাশের পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।

 

এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলামকে মন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে।

 

প্রসঙ্গত, ২০১১ সালের ৩০ অক্টোবর ডা. সেলিনা হায়াৎ আইভী প্রথম মেয়র নির্বাচিত হয়েছিলেন। ২০১৫ সালের ২১ জুন তাকে উপমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়। পরে ২০১৬ সালে দ্বিতীয়বারের জয়ের পর ২০১৭ সালেও উপমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়। সবশেষ ২০২২ সালের ১৬ জানুয়ারী আইভী তৃতীয়বারের মত জয়ী হন।

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন
      
 
   

এ খবরটি আপনার বন্ধুকে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
© All rights reserved © 2020 sabarkantho
Design & Developed BY:Host cell BD
asterpress