fbpx
২৮শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, সন্ধ্যা ৬:৫০

প্যানেল মেয়র নির্বাচনে ওসমানপন্থীদের জয়জয়কার

সবারকন্ঠ রিপোর্ট
  • আপডেট : ডিসেম্বর, ১২, ২০২২, ১০:৩৪ অপরাহ্ণ
  • ১০৫ ০৯ বার দেখা হয়েছে
প্যানেল মেয়র নির্বাচনে ওসমানপন্থীদের জয়জয়কার

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্যানেল মেয়র পদে নির্বাচিত ৩ কাউন্সিলর ওসমানপন্থী বলে জানা গেছে।

 

তাই এই জয়কে সকলেই নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের জয় বলে মনে করছেন অনেকে।

 

স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯ অনুযায়ী, কোন কারণে সিটি করপোরেশনের দায়িত্ব পালনে মেয়র অসমর্থ বা অসুস্থ্য হলে পুনরায় স্থায়ী দায়িত্ব পালনে সমর্থ না হওয়া পর্যন্ত ক্রমানুসারে প্যানেল মেয়র থেকে সকল দায়িত্ব পালন করবে নির্বাচিত এই ৩ কাউন্সিলর।

 

স্থানীয় সরকারের এই প্রতিষ্ঠানের ৪র্থ মাসিক সভায় সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে এই প্যানেল মেয়র নির্বাচিত হয়। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী।

 

সেলিনা হায়াৎ আইভীর সাথে শামীম ওসমানের বিরোধ দেশবাসীর জানা। একজন অন্যজনের বিরুদ্ধে বক্তব্য দিয়ে বেশ আলোচিত-সমালোচিত হয়েছেন তারা। সর্বশেষ সিটি করপোরেশন নির্বাচনে সেলিনা হায়াত আইভীর দেওয়া বক্তব্যে বিষয়টি স্পষ্ট ছিল।

 

নারায়ণগঞ্জের অনেক রাজনৈতিক নেতাই মনে করছেন, সেই সেলিনা হায়াৎ আইভীর নেতৃত্বাধীন সিটি করপোরেশনের ওসমানপন্থী কাউন্সিলরদের এই জয় ভিন্ন বার্তা দিয়েছে।

 

এদিকে, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য একেএম শামীম ওসমানের বন্ধু এড. খোকন সাহা নির্বাচিত ৩ কাউন্সিলরকে অভিনন্দন জানিয়েছেন।

 

তিনি বলেন, প্যানেল মেয়র পদে নির্বাচিত ৩ কাউন্সিলরকে আমার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। তাঁদের এই বিজয় আওয়ামী লীগের বিজয়, জননেত্রী শেখ হাসিনার বিজয়, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের বিজয় ও আওয়ামী লীগের তৃণমূলের বিজয়।

 

কার কত ভোট:

 

এক নম্বর প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু। তার প্রতিদ্ব›দ্বী ছিলেন সাবেক প্যানেল মেয়র-১ এবং ১৬, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডে সংরিক্ষত নারী কাউন্সিলর আফসানা আফরোজ বিভা হাসান ও ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন।

 

৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহ্জালাল বাদল বিনা প্রতিদ্ব›দ্বীতায় দুই নম্বর প্যানেল মেয়র নির্বাচিত হন। তার বিপরীতে ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ তার প্রার্থীতা প্রত্যাহার করে নেন।

 

তিন নম্বর প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি। তার প্রতিদ্ব›দ্বী ছিলেন ২২, ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর শাওন অংকন এবং ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর শিউলী নওশাদ।

 

নির্বাচনের ফলাফল অনুযায়ী, মোট ৩৪ জন ভোট দিয়েছে। অনুপস্থিত ছিল ২ কাউন্সিলর। এক নম্বর প্যানেল মেয়র পদে আব্দুল করিম বাবু ২০ ভোট, রুহুল আমিন ১০ ভোট এবং আফসানা আফরোজ বিভা ৪ ভোট পেয়েছেন। অন্যদিকে শারমিন হাবিব বিন্নি ২০ ভোট, শাওন অংকন ১১ ভোট ও শিউলী নওশাদ ৩ ভোট পেয়েছেন।

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত  © ২০২১ সবার কন্ঠ
Design & Developed BY:Host cell BD
ThemesCell