ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে পথকলিদের নিয়ে কুরআন শিক্ষার আসর ও পথকলিদের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সোনারগাঁয়ের কাঁচপুর বাসস্ট্যান্ডে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুহাম্মাদ আব্দুল হান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ মাকসুদুল হাসানের সঞ্চালনায় কেন্দ্র ঘোষিত মাহে রমজানের একগুচ্ছ কর্মসূচির অংশ হিসেবে পথকলিদের নিয়ে কুরআন শিক্ষার আসর ও পথকলিদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতি আব্দুল হান্নান বলেন, পথের শিশুরা বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত। তাদেরকে শিক্ষা, চিকিৎসা, বাসস্থানসহ মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। তারা কোন শিক্ষার সুযোগ না পেয়ে পরবর্তীতে একেকজন কিশোরগ্যাংসহ সন্ত্রাসী পর্যায় পর্যন্ত চলে যায়। তাই সরকারের প্রতি আহŸান থাকবে পথশিশুদের যথাযথ অধিকার রক্ষা করার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে হবে।
সভাপতির আলোচনা শেষে পথকলিদের মাঝে ইফতার বিতরণ ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক আশরাফ আলী, প্রকাশনা ও দফতর সম্পাদক সোহাগ আব্দুল্লাহসহ সোনারগাঁ থানা ও কাঁচপুর ইউনিয়ন এর দায়িত্বশীলবৃন্দ।