fbpx
২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, বুধবার, সকাল ৯:১০

নৌকার মাঝি হতে মনোনয়ন সংগ্রহ করলেন শামীম ওসমান

Shahalam Molla
  • আপডেট : নভেম্বর, ১৯, ২০২৩, ১০:৩৩ অপরাহ্ণ
  • ২৭ ০৯ বার দেখা হয়েছে
নৌকার মাঝি হতে মনোনয়ন সংগ্রহ করলেন শামীম ওসমান

বাংলাদেশ আওয়ামী লীগ থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন আলোচিত সংসদ সদস্য একেএম শামীম ওসমান। রবিবার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে, নারায়ণগঞ্জ-৪ আসনে (সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা) ওই মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়।

 

জানা যায়, রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপির কাছ থেকে শামীম ওসমানের পক্ষে তার ব্যক্তিগত সহকারী হাফিজুর রহমান মান্না মনোনয়ন পত্র ফরম সংগ্রহ করেছেন।

 

তথ্যটি দৈনিক সবারকন্ঠকে নিশ্চিত করেছেন সংসদ সদস্য একেএম শামীম ওসমানের  ব্যক্তিগত সহকারী হাফিজুর রহমান মান্না। তিনি জানান, আজ বাংলাদেশ আওয়ামী লীগ থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে, নারায়ণগঞ্জ-৪ আসনের (সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা) মনোনয়ন পত্র ফরম সংগ্রহ করা হয়েছে।

 

উল্লেখ্য, একেএম শামীম ওসমান ১৯৯৬ সালে ৭ম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালের বাংলাদেশ সাধারণ নির্বাচনের জন্য দলটি ওসমানকে নারায়ণগঞ্জ -৪ আসনে প্রতিদ্ব›িদ্বতা করার জন্য নির্বাচিত কবরী সরোয়ারকে বাদ দিয়েছিল। তিনি নারায়ণগঞ্জ -৪ আসন থেকে সপ্তম, দশম ও একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্য।

 

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত  © ২০২১ সবার কন্ঠ
Design & Developed BY:Host cell BD
ThemesCell