নারায়ণগঞ্জের আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তনে নীল তরঙ্গ নৃত্য একাডেমির উদ্যোগে অসহায় ও দুস্থ্যদের মাঝে শীত বস্ত্র বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১০ নভেম্বর (শুক্রবার) রাতে নারায়ণগঞ্জ নগরীর প্রাণ কেন্দ্রে আলী আহাম্মদ নগর মিলনায়তনে নীল তরঙ্গ নৃত্য একাডেমির সভাপতি এস.ডি রাজীবের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের প্রথম পর্বের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত নাট্যকর্মী জোট নারায়ণগঞ্জের সভাপতি মোঃ শাহজাহান সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বিজয় পক্রিার ব্যবস্থাপনা সম্পাদক ও বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল নারায়ণগঞ্জ জেলার সাধারন সম্পাদক বিশিষ্ট সংবাদ ও নট্যিকর্মী এম.আর হায়দার রানা, কাশীপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আল আমিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক এ. কে এম আশরাফ হোসেন রাজু, মোঃ শাহীন মিয়া, মোঃ সবুজ মিয়া, মোঃ আমান হোসেন ও মোঃ হৃদয় আহমেদ বাদল প্রমূখ। সবুজ রায়ের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তাগন বলেন, সুষ্ঠু সাংস্কৃতিকর্চ্চায় সকলকে এগিয়ে আসতে হবে। মাদককে না বলে সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে নারায়ণগঞ্জকে বাংলাদেশের মডেল হিসেবে গড়ে তোলার জন্য সকল নাট্য,নৃত্য ও সাংস্কৃতিক সংগঠনগুলোকে একজোট হয়ে কাজ করা প্রয়েজন।
আলোচনা শেষে অসহায় ও দুস্থ্য মানুষের মাঝে শীত নিবারণের জন্য কম্বল বিতরণ করা হয়। পরে নীল তরঙ্গ নৃত্য একাডেমির সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শুরুতেই একক সঙ্গীত পরিবেশন করেন নারায়ণগঞ্জের অন্যতম সঙ্গীত শিল্পী রানা মাহমুদ। এরপর প্রদর্শিত হয় একক, যুগল ও দলীয় নৃত্যানুষ্ঠান। মিলনায়তনের উপচে পড়া দর্শকরা অনুষ্ঠান উপভোগ করেন এবং অংশ গ্রহনকারী শিল্পীদের ব্যাপক প্রশংসা করেন।