আসন্ন জেলা পরিষদ নির্বাচনে পুনরায় নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদের চ্যায়ারম্যান মেম্বারদের সমন্বয়ে আলোচনা করে আমি কাজের মাধ্যমে জনগনের সেবা করতে চাই বলে বক্তব্য দেন সংরক্ষিত ১ নং ওয়ার্ডের সাবেক সদস্য সাদিয়া আফরিন।
তিনি আরোও বলেন যে, আমি একজন রাজনৈতিক পরিবারের সন্তান। আমার বাবা বক্তাবলি ইউনিয়নের চারবারের নির্বাচিত চ্যায়ারম্যান আমার ভাসুর সাবেক জনপ্রিয় কাউন্সিলর নাজমুল হাসান সজল আমি গত পাঁচ বছরে আমার ভোটারদের যেভাবে সেবা দিয়েছি নির্বাচিত হলে তাদের নিয়েই এগিয়ে যাবো। ইনশাআল্লাহ
তার পিতা মোঃ শওকত আলী বক্তবলীর চার ভারের চেয়ারম্যান। আর তার শশুর এক সময় শেখ নিজাম কমিশনার ছিলেন ও ভাসুর ও এক সময় মোঃ সজল নারায়ণগঞ্জ সিটি কপোরেশন এর ১৬ নং ওয়ার্ডের কাউন্সিল ছিলেন। ও তার আরএকটা পরিচয় হলো জেলা ছাএ লীগ এর সাবেক সফল সভাপতি শেখ সাফায়েত আলম সানির স্ত্রী।
বর্তমান সাদিয়া আফরিন জেলা যুব মহিলা লীগ সদস্য। তিনি আর ও বলেন আমি নির্বাচিত হয়ে জননেতা এ কে এম শামিম ওসমান ভাই ও সেলিম ওসমান ভাই এর সাথে কথা বলে পরামর্শ নিয়ে কাজ করবো।
আর ও বলেন, জনগণ সুখ-দুঃখে জনপ্রতিনিধিদের পাশে পেতে চাই। শহর থেকে শুরু করে প্রান্তিক জনগোষ্ঠির সাথে দীর্ঘদিনের পথচলা। তাই আমি তাদের আশা-আকাঙ্খা পুরনের লক্ষ্যে জেলা পরিষদের নির্বাচন করতে চাই।
সবশেষে তার একটা কথা আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন।