এপ্রিল ২৯, ২০২৫, ৫:১০ পূর্বাহ্ন
Shahalam Molla
  • আপডেট : মার্চ, ৩০, ২০২৪, ৯:৩৬ অপরাহ্ণ
  • ১৯৮৯৬২ ১৯ বার দেখেছে

নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শেষ পর্যায়ের প্রস্তুতি নেয়া হচ্ছে

স্টাফ রিপোর্টার (জিহাদ হোসেন):
  • আপডেট : সেপ্টেম্বর, ২৮, ২০২২, ৯:৪৬ অপরাহ্ণ
  • ২০৫ ১৯ বার দেখেছে
নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শেষ পর্যায়ের প্রস্তুতি নেয়া হচ্ছে

বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজায় এবার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শেষ পর্যায়ের প্রস্তুতি নেয়া হচ্ছে।

 

ঠিক তেমনি নারায়ণগঞ্জ ২নং ঢাকেশ্বরী দেব মন্দিরে সভাপতি শ্রী রতন ও সহ সেক্রেটারি শ্রী দুলাল দাস এ সাথে কথা বলে জানতে পেরেছি। গতবারের পূজায় দেশের বিভিন্ন জায়গায় সহিংসতার কারণে এবছর নিরাপত্তার নানা শর্তের বেড়াজালে থেকে তাদের উৎসবের আয়োজন করতে হচ্ছে।

 

নারায়ণগঞ্জ ২নং ঢাকেশ্বরী  মন্দিরে  বেশ জাঁকজমক ভাবে পূজা অনুষ্ঠিত হয়। এ মন্দিরে ৮৩ তম পূজা, স্থান ইব্রাহীম টেক্সটাইল মেলস। তারা নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা ব্যবস্থা করেছেন। ভলেন্টিয়ার প্রায় ৪০ জন এর মতন আছে। অঞ্জলি জন্য তারা সরাসরি আয়োজন করেছেন। সেখানকার পূজার আয়োজক কমিটি এবং স্থানীয় প্রশাসন যৌথভাবে সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা নিচ্ছে।

 

আমরা সবাই জানি, মহাসপ্তমী, মহাঅষ্টমী, মহা নবমী এবং শেষে কুমারী পূজা এবং বিজয়া দশমী এই অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ শারদীয় দূ্র্গা পূজা।

 

“পূজার আয়োজকরা এবার বেশি সতর্ক থাকবে। প্রশাসনও আগের বারের চেয়ে বেশি নিরাপত্তা নিচ্ছে”।

 

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন
      
 
   

এ খবরটি আপনার বন্ধুকে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
© All rights reserved © 2020 sabarkantho
Design & Developed BY:Host cell BD
asterpress