জানুয়ারী ১৯, ২০২৫, ২:২০ অপরাহ্ন
Shahalam Molla
  • আপডেট : মার্চ, ৩০, ২০২৪, ৯:৩৬ অপরাহ্ণ
  • ১১৩৭৬৮ ১৯ বার দেখেছে

নিখোঁজ স্কুলছাত্রের লাশ ভেসে উঠলো  বুড়িগঙ্গা নদীতে

Shahalam Molla
  • আপডেট : মার্চ, ২৮, ২০২৪, ১০:১৫ অপরাহ্ণ
  • ২৩৪ ১৯ বার দেখেছে

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিখোঁজের একদিন পর বুড়িগঙ্গা নদীতে ভেসে উঠলো ইরফান হোসেন সিয়াম (১২) নামের এক স্কুলছাত্রের মরদেহ। বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে নদী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা তার লাশ উদ্ধার করে।

 

সিয়াম মাসদাইর এলাকার মো. ইব্রাহিমের ছেলে ও ওই এলাকার শাহিন স্কুল অ্যান্ড একাডেমির ৮ম শ্রেণির ছাত্র ছিল।

 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের টিম খোরশেদের সদস্য রানা মুজিব বলেন, বুধবার বিকেলে সিয়াম বক্তাবলী এলাকায় ঘুরতে গিয়ে নিখোঁজ হয়। বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরিরা মরদেহ উদ্ধার করে।

 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন আহাম্মদ বলেন, রাতে নাসিকের ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ আমাকে নিখোঁজের বিষয়টি জানিয়েছিলেন। ঢাকা অফিসের ডুবুরি দল তল্লাশি চালিয়ে মরদেহ উদ্ধার করে।

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন
      
 
   

এ খবরটি আপনার বন্ধুকে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
© All rights reserved © 2020 sabarkantho
Design & Developed BY:Host cell BD
asterpress