জানুয়ারী ১৯, ২০২৫, ২:১০ অপরাহ্ন
Shahalam Molla
  • আপডেট : মার্চ, ৩০, ২০২৪, ৯:৩৬ অপরাহ্ণ
  • ১১৩৭৫৫ ১৯ বার দেখেছে

নিখোঁজের ৩ দিন পর ধলেশ্বরীতে ভেসে উঠলো ৩ লাশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : জানুয়ারি, ৩, ২০২৪, ৮:০৬ অপরাহ্ণ
  • ১৬৯ ১৯ বার দেখেছে
নিখোঁজের ৩ দিন পর ধলেশ্বরীতে ভেসে উঠলো ৩ লাশ

নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে ৩ ব্যক্তির লাশ ভেসে উঠেছে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশ গুলো উদ্ধার করে করেছে নৌ-পুলিশ।

 

আলীরটেক ইউনিয়নের  ডিক্রিরচর গুদারাঘাট এলাকা থেকে বুধবার সকাল ৮টার দিকে লাশ ৩টি উদ্ধার করা হয়।

 

নিহতরা হলেন-আলীরটেক ইউনিয়নের কুড়েরপাড় এলাকার মৃত নূর ইসলামের পুত্র মো. বাবুল মিয়া (৪৭), পুরান গোগনগরের মৃত মতি মিয়ার পুত্র মো. সেলিম(৪০) ও একই এলাকার মৃত মানিক মিয়ার পুত্র জালাল মিয়া (৫১)।

 

বরিশাল থেকে আসা ঢাকাগামী একটি লঞ্চের ধাক্কায় গত ১ জানুয়ারী ভোর ৬টার দিকে   ডিক্রিরচর গুদারাঘাটে ট্রলার ডুবির ঘটনা ঘটে।

 

বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদী বন্দরের নৌ-নিট্রা বিভাগের উপ-পরিচালক বাবু লাল বৈদ্য জানান, ট্রলারডুবির সময় আনুমানিক ১৫-২০ জন যাত্রী ছিল। অধিকাংশ যাত্রী সাঁতরিয়ে উপরে উঠতে পারলেও তিন যাত্রী নিখোঁজ ছিলেন। তাদের উদ্ধারে বিআইডব্লিউটিএ, নৌ-পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস অভিযান পরিচালনা করেছে।

 

বক্তাবলী নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন এনএনডি টিভিকে জানান,নিখোঁজের ৩ দিন পর সকাল ৮টার দিকে ঘটনাস্থলের ১০০ গজ দূরে লাশ ৩টি ভেসে উঠে। তাদের উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন
      
 
   

এ খবরটি আপনার বন্ধুকে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
© All rights reserved © 2020 sabarkantho
Design & Developed BY:Host cell BD
asterpress