নভেম্বর ৯, ২০২৪, ৭:৪৯ পূর্বাহ্ন
Shahalam Molla
  • আপডেট : মার্চ, ৩০, ২০২৪, ৯:৩৬ অপরাহ্ণ
  • ৫৮১৪৬ ১৯ বার দেখেছে

নিউজিল্যান্ডের পুরো টিমকে রেখে চার দিন আগেই ঢাকায় দুই ক্রিকেটার

সবার কন্ঠ ডেস্ক
  • আপডেট : আগস্ট, ২০, ২০২১, ৫:৩৮ অপরাহ্ণ
  • ২৯৬ ১৯ বার দেখেছে
নিউজিল্যান্ডের পুরো টিমকে রেখে চার দিন আগেই ঢাকায় দুই ক্রিকেটার

পূর্ব নির্ধারিত সূচি মোতাবেক পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৪ আগস্ট বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। এর আগে বিসিবির জৈব সুরক্ষা বলয় বিষয়ক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করতে বাংলাদেশে এসেছে নিউজিল্যান্ডের বিশেষ দল। তাদের পাঠানো তথ্যের পরই আসবে কিউইদের বহর।

 

তবে পুরো দল আসার আগেই বাংলাদেশের মাটিতে পা রেখেছেন নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার কলিন ডি গ্র্যান্ডহোম এবং ফিন অ্যালেন। শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে এ দুই ক্রিকেটারকে বহনকারী এমিরেটসের ফ্লাইট।

 

একশ বলের টুর্নামেন্ট ‘দ্য হানড্রেড’-এ অংশ নিতে ইংল্যান্ডে ছিলেন গ্র্যান্ডহোম ও অ্যালেন। সাউদার্ন ব্রেভের হয়ে খেলেছেন গ্র্যান্ডহোম, বার্মিংহাম ফনিক্সে ছিলেন অ্যালেন। দুজনের দলই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ায় আগেভাগেই বাংলাদেশে চলে এসেছেন তারা।

 

নিউজিল্যান্ডের স্কোয়াডের বাকি ক্রিকেটাররা পূর্ব নির্ধারিত সূচি মেনে বাংলাদেশে আসবেন আগামী মঙ্গলবার। এছাড়া দলের কয়েকজন কর্মকতা আসবেন শুক্র ও শনিবার মিলিয়ে।

 

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি শুরু ১ সেপ্টেম্বর থেকে। পরের চার ম্যাচ যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

 

বাংলাদেশ সফরের নিউজিল্যান্ড দল

টম ল্যাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, হামিশ বেনেট, টম ব্লান্ডেল, ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি, স্কট কুগালাইন, কোল ম্যাককনকি, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, রচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং।

 

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ স্কোয়াড

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, নাইম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, শেখ মাহেদি হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, নাসুম আহমেদ।

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন
      
 
   

এ খবরটি আপনার বন্ধুকে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
© All rights reserved © 2020 sabarkantho
Design & Developed BY:Host cell BD
asterpress