নারায়ণগঞ্জ পরিদর্শন করেছেন জাপানের রাষ্ট্রদূত মি. ইওয়ামা কিমিনোরি। রবিবার (৫ ফেব্রুয়ারি) সকালে সিটি কর্পোরেশনের জালকুড়ি ময়লার ডাম্পিং প্রজেক্ট পরিদর্শন করেছেন তিনি।
এদিকে, সকালে সিদ্ধিরগঞ্জে নির্মানাধীন লেক, পরে শেখ রাসেল পার্ক, আলী আহম্মদ চুনকা পাঠাগার পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের নতুন রাষ্ট্রদূত মি. ইওয়ামা কিমিনোরি।
পরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর সাথে নগর ভবনের সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে ইওয়ামা কিমিনোরিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মেয়র। এ সময় শিশু শিল্পিদের নৃত্য পরিবেশন করা হয়।
পরিদর্শন শেষে জাপান রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বলেন, জাপান বরাবরই উন্নয়ন কার্যক্রমে অংশীদার হতে আগ্রহী। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পরিকল্পনাগুলো আমাদের সন্তুষ্ট করেছে। কিভাবে এই উন্নয়ন কার্যক্রম বেগবান করা যায় সেজন্য আমাদের সহযোগীতা অব্যহত থাকবে।
সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেন, জাপানের সহযোগীতার ফলে নারায়ণগঞ্জে বেশ কিছু উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে পেরেছি। জাইকার সহায়তা আমাদের অনেক বেশী উপকৃত করেছে। ধারাবাহিক উন্নয়নের জন্য সহযোগী সংস্থাগুলোর সহায়তা আমাদের প্রয়োজন। তাদের মাধ্যমেই নগরবাসীকে আরও বেশী সুযোগ সুবিধা প্রদান করা সম্ভব।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে প্রধান নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম, প্যানেল মেয়র ও কাউন্সিলর মো. আব্দুল করিম বাবু, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) নাজমুল হাসান, নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আনিচুর রহমানসহ সিটি কর্পোরেশন এবং প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।