নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) জেলা পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভার সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম। এসময় জেলায় নতুন যোগদানকৃত অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন)-দ্বয়কে ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার।
এছাড়া সভায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠদেরকে পুরস্কৃত করা হয়।
এসময় আরও উপস্থিথ ছিলেন- নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ ও অপারেশন) মো. আমির খসরু, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ শফিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) শাওন শায়লাসহ জেলা পুলিশের অন্যান্য উর্ধতন কর্মকর্তাবৃন্দ প্রমুখ।