চলতি বছরের শুরু থেকে মে মাসের শেষ অব্দি নারায়ণগঞ্জের বিভিন্ন স্থান থেকে উদ্ধারকৃত প্রায় ৯ কোটি টাকার মাদকদ্রব্য আদালতের নির্দেশে ধ্বংস করা হয়েছে। এসব মাদকদ্রব্যের বড় অংশ উদ্ধার করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ।
মঙ্গলবার (৭ জুন) বিকেল আদালত প্রাঙ্গণে এ মাদকদ্রব্য গুলো ধ্বংস করা হয়। এছাড়ও প্রায় ২ কোটি টাকার মাদকদ্রব্য তদন্তকারী কর্মকর্তা ও কোর্ট মালখানা হেফাজতে আছে।
ধ্বংসকৃত মাদকের মধ্যে ছিলো- ২কোটি ৪৯লাখ ৪৩হাজার ৬০০টাকা মুল্যের ইয়াবা, ১কোটি ৪৮লাখ ৯৮হাজার টাকা মুল্যের ফেন্সিডিল, ৪কোটি ৩০লাখ ৮০হাজার ৬০০টাকা মুল্যের গাজাঁ, ৫৯লাখ টাকা মুল্যের হেরোইন, ৩লাখ ৩৪হাজার ৪০০টাকা মুল্যের বিয়ার ও দেশি-বিদেশি মদ।