fbpx
১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, রবিবার, রাত ১২:৫১

নাসিক প্যানেল মেয়র বাবু, বাদল আর বিন্নি

সবারকন্ঠ প্রতিনিধি
  • আপডেট : ডিসেম্বর, ১২, ২০২২, ৯:০২ অপরাহ্ণ
  • ৭৮ ০৯ বার দেখা হয়েছে
নাসিক প্যানেল মেয়র বাবু, বাদল আর বিন্নি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে প্যানেল মেয়র এক পদে নির্বাচিত হয়েছে ১৭নং ওয়ার্ডের কাউন্সিলর আবদুল করিম বাবু।

 

একই সাথে প্যানেল মেয়র-২ হয়েছেন ৩ নং ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদল ও প্যানেল মেয়র ৩ হয়েছে সংরক্ষিত নারী কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি।

 

সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে স্থানীয় সরকারের এই প্রতিষ্ঠানের ৪র্থ মাসিক সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

 

স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯ অনুযায়ী, কোন কারণে সিটি করপোরেশনের দায়িত্ব পালনে মেয়র অসমর্থ বা অসুস্থ্য হলে পুনরায় স্থায়ী দায়িত্ব পালনে সমর্থ না হওয়া পর্যন্ত ক্রমানুসারে প্যানেল মেয়র থেকে সকল দায়িত্ব পালন করার নিয়ম রয়েছে। অথাৎ এখন থেকে সিটি করপোরেশনের দায়িত্ব পালনে মেয়র অসমর্থ বা অসুস্থ্য হলে দায়িত্ব পালন করবেন নির্বাচিত প্যানেল মেয়রগণ।

 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর সভাপতিত্বে সকাল ১১টায় নগর ভবনের ৫ তলার সভাকক্ষে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

এ বিষয় নিয়ে তাৎক্ষণিক সিটি করপোরেশনের কারো বক্তব্য পাওয়া যায়নি।

 

তবে, সভায় অংশ নেওয়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মতিউর রহমান সবারকন্ঠ প্রতিনিধিকে জানান, প্যানেল মেয়র ১ পদে আবদুল করিম বাবু, ২ পদে শাহজালাল বাদল ও প্যানেল মেয়র ৩ আসনে শারমিন হাবিব বিন্নি নির্বাচিত হয়েছেন।

 

একই সভায় কার্যবিবরণী সর্ম্পকে আলোচনা সভা, মহান বিজয় দিবস উৎযাপন, রাজস্ব আদায়ে অগ্রগতি, মাসিক আয়-ব্যয় হিসাবের পর্যালোচনা, পানি সরবরাহ বিভাগের নিয়মিত সেবা, ওয়ার্ড পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ বিষয়ে আলোচনা হয়।

 

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত  © ২০২১ সবার কন্ঠ
Design & Developed BY:Host cell BD
ThemesCell