বুধবার (১৪ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের ক্যাফেটোরিয়া হল রুমে নারায়ণগঞ্জ নারী কল্যাণ সংস্থার উদ্যোগে নারী উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নারী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি রাহিমা আক্তার লিজার সভাপতিত্বে অনুষ্ঠিত নারী উন্নয়ন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল নারায়ণগঞ্জ জেলা ও বাংলাদেশ পাট আড়ৎদার সমিতির সভাপতি এবং নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব ফয়েজ উদ্দিন আহমদ লাভলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মোঃ মাহবুবুল আলম, নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র হেলথ এডুকেশন অফিসার মোঃ আমিনুল হক, বাংলাদেশ এনজিও’স নেটওয়ার্ক এর ভাইস চেয়ারম্যান মোঃ সামসুজ্জামান ভাষানী, রূপায়ন গ্রুপের জেনারেল ম্যানেজার (সেলস) মোঃ নাছির উদ্দিন, বেগম রোকেয়া খন্দকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা বেগম রত্না এবং দৈনিক দিনকালের সিনিয়র স্টাফ রিপোর্টার এম.আর.কামাল প্রমূখ।
এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল নারায়ণগঞ্জ জেলার যুগ্ম সাধারন সম্পাদক কামাল আহম্মেদ ও এ. কে.এম শফিউল আলম, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সবারকণ্ঠের সহযোগী সম্পাদক মিজানুর রহমান খোকন, জেলা বামাকার কর্মী হাজী মোঃ মহসিন, সাদ্দাম হোসাইন শুভ, ইব্রাহিম সিরাজ, পূবালী ব্যাংক লিঃ ইসলামী উইন্ডোর নারায়ণগঞ্জ শাখার ম্যানেজার কামরুল হাসান উজ্জল সহ নারী কল্যাণ সংস্থার বিভিন্ন কর্মকর্তা-সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে নারীদের উন্নয়নে সকলকে একযোগে কাজ করতে হবে বলে উল্লেখ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব ফয়েজ উদ্দিন আহমেদ লাভলু। এছাড়াও তিনি উপস্থিত সকলকে আহ্বান জানিয়ে বলেন, নারী কল্যাণ সংস্থা সূচনা লগ্ন থেকেই নারী উন্নয়ন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং সমাজ থেকে মাদক নির্মূলে কাজ করে আসছে। আগামীদিনেও যদি আমরা সবাই নারী কল্যাণ সংস্থার পাশে থাকি তাহলে আমার বিশ্বাস আমাদের নারায়ণগঞ্জকে মাদক মুক্ত রাখতে এবং নারীদের সার্বিক উন্নয়নে নারী কল্যাণ সংস্থা আরো এক দাপ এগিয়ে যাবে। পরিশেষে তিনি নারী কল্যাণ সং¯হার প্রতিষ্ঠাতা সভাপতি রাহিমা আক্তার লিজার যুক্তরাষ্ট্র গমনের সফলতা কামনা করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে গনবিদ্যা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সচিব তানিয়া রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল নারায়ণগঞ্জ জেলার পক্ষ থেকে নারী কল্যাণ সংস্থার সভাপতিকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।