বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর নিয়মিত ‘সাহিত্য আড্ডা’ নারায়ণগঞ্জ শহরের চাষাড়া রামবাবুর পুকুরপারস্থ রূপান্তর লিভিং কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ৯ সেপ্টেম্বর মাসের ২য় শুক্রবার সন্ধ্যা ৬ টায়।
কথাসাহিত্যিক ফরিদুল মাইয়ানের সভাপতিত্বে সাহিত্য আড্ডায় মূখ্য আলোচক ছিলেন কবি দীপক ভৌমিক, কবি ও ছড়াকার মোহাম্মদ নেয়ামত উল্লাহ, কবি ও চিত্রকর শাহ্ আলম, কবি শফিকুল ইসলাম আরজু।
বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর আহবায়ক কাজী আনিসুল হকের সঞ্চালনায় কবি জীবননান্দ দাসের প্রবন্ধ ‘কবিতার কথা’ পাঠ করেন ছড়াকার ইকবাল হোসেন রোমেছ। এছাড়াও স্বরচিত কবিতা পাঠ করেন সুমন সরকার, এম নাজমুল হাসান, এজাজ সানোয়ার, হাফিজা আক্তার সাথী, তাছলিমা আক্তার পারভীন, মাহফুজা আক্তার, সামিয়া রহমান প্রমুখ।
উক্ত সাহিত্য আড্ডায় আলোচনা ও কবিতা পাঠ শেষে কবি কাজী আনিসুল হক, কবি মিথুন খান, সাংবাদিক ওয়ারদে রহমানের জন্মউৎসব কেক কাটার মধ্যদিয়ে পালন করা হয়।