fbpx
১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, রবিবার, রাত ১২:১৯

নারায়ণগঞ্জ সোনারগাঁও পৌসভায় অবৈধ চুনা ফ্যাক্টরী গুড়িয়ে দিয়েছে তিতাস

স্টাফ রিপোর্টার (জিহাদ হোসেন):
  • আপডেট : আগস্ট, ৩০, ২০২২, ৯:০০ অপরাহ্ণ
  • ১০৪ ০৯ বার দেখা হয়েছে
নারায়ণগঞ্জ সোনারগাঁও পৌসভায় অবৈধ চুনা ফ্যাক্টরী গুড়িয়ে দিয়েছে তিতাস

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি চুনা ফ্যাক্টরীতে অবৈধ গ্যাস সংযোগ থাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে ফ্যাক্টরী গুরিয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

 

মঙ্গলবার (৩০ আগষ্ট) দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইব্রাহিম। চুনা ফ্যাক্টরীটি সোনারগাঁয়ে পৌরসভার পানাম থেকে সনমান্দি যাওয়ার রাস্তায় দুলালপুর এলাকায় অবস্থিত। ভ্রাম্যমাণ আদালত অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তিতাস গ্যাস কতৃপক্ষের ডেপুটি জেনারেল ম্যানেজার সুরুজ আলম, সোনারগাঁ থানার ওসি অপারেশন মাহফুজুর রহমানসহ থানা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ। এসময় কয়েকটি অবৈধ আবাসিক গ্যাসসংযোগ বিচ্ছিন্ন করা হয়।

 

জানা যায়, দীর্ঘদিন ধরে চুনা ফ্যাক্টরীতে অবৈধ গ্যাস-সংযোগ দিয়ে বন্দর মুছাপুর ইউনিয়নের কামতাল এলাকার নুরে আলম তার ফ্যাক্টরি চালিয়ে আসছেন। গত ১১ আগষ্ট উপজেলার পিরোজপুর এলাকায় তার আরো একটি চুনা ফ্যাক্টরীর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছন্ন করে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় কয়েকটি রেস্টুরেন্ট’র অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিনসহ অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরির অপরাধে ভোক্তা অধিকার আইনে একটি রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এবিষয়ে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইব্রাহিম বলেন, সোনারগাঁয়ে যত অবৈধ গ্যাস সংযোগ রয়েছে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত  © ২০২১ সবার কন্ঠ
Design & Developed BY:Host cell BD
ThemesCell