fbpx
৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, শনিবার, রাত ১১:৩৬

নারায়ণগঞ্জ থেকে সাইকেল চালিয়ে কুয়াকাটয় ২ যুবক

সবারকন্ঠ রিপোর্ট
  • আপডেট : ডিসেম্বর, ১৭, ২০২২, ৮:২০ অপরাহ্ণ
  • ৯৭ ০৯ বার দেখা হয়েছে
নারায়ণগঞ্জ থেকে সাইকেল চালিয়ে কুয়াকাটয় ২ যুবক

মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ থেকে ৩০০ কিলোমিটার সাইকেল চালিয়ে কুয়াকাটায় গিয়েছে দুই যুবক। তারা হলেন নারায়ণগঞ্জ শহরের বাসিন্দা মেহেদী হাসান শুভ ও সরোয়ার হোসেন রাকিব।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় নারায়ণগঞ্জ শহর থেকে যাত্রা শুরু করেন তারা। শুক্রবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টায় কুয়াকাটায় গিয়ে পৌঁছান।

শুভ ও রাকিব নারায়ণগঞ্জ বিডি সাইক্লিস্ট গ্রুপের সদস্য এবং দুজনই চাকরিজীবী। পেশাগত জীবনের পাশাপাশি শখের বশে সাইক্লিং করে থাকেন। তাই নারায়ণগঞ্জ থেকে ৩০০ কিলোমিটার সাইকেল চালিয়ে কুয়াকাটায় আসেন এবং সাইকেল চালিয়েই নারায়ণগঞ্জ যাবেন তারা।

মেহেদী হাসান বলেন, আমি প্রফেশনাল ফটোগ্রাফার। পাশাপাশি সাইক্লিং করে থাকি আমাদের গ্রুপে। সময় থাকলেও দূরে কোথাও সাইকেল ভ্রমণ করা হয় না। তবে বিজয় দিবসের ছুটিতে আমি আর আমার বন্ধু কুয়াকাটায় আসার পরিকল্পনা অনেক দিনের। অবশেষে আমরা সফল। খুবই ভালো লাগছে।

আরেক সাইক্লিস্ট সরোয়ার হোসেন বলেন, আমরা ৭১ এর বিজয় দেখিনি, তবে আজ মাইলের পর মাইল দেশের সৌন্দর্য উপভোগ করেছি। এ এক অসাধারণ দৃশ্য। জীবনের স্মরণীয় এক মুহূর্ত। শনিবার রাতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবো।

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত  © ২০২১ সবার কন্ঠ
Design & Developed BY:Host cell BD
ThemesCell