ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুহাম্মাদ ওমর ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ সেলিম হাসানের সঞ্চালনায় মালিক শ্রমিক সম্পর্ক উন্নয়ন শীর্ষক “আলোচনা সভা ও ইফতার মাহফিল” অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ফতুল্লার শিবুমার্কেট এলাকায় জেলা কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম।
তিনি বক্তব্যে বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধ চেষ্টা করতে হবে। কারণ বাংলাদেশের জনশক্তির সর্ববৃহৎগোষ্ঠী হচ্ছে শ্রমিক। শ্রমিকরাই এই সমাজের প্রত্যেকটি সেক্টরের বিনির্মাণ করছে। প্রত্যেকটি অট্টালিকা, প্রত্যেকটি কারখানা, প্রত্যেকটি রাস্তা-ঘাট ইত্যাদি সকল কিছুই শ্রমিকদের মাধ্যমে তৈরি হচ্ছে। কিন্তু শ্রমিকদেরকে একশ্রেণীর অসাধু লোকেরা মূল্য দিতে চায় না, তাদের সঠিক অধিকার আদায় করতে চায় না। তাই আমাদের অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ওমর ফারুক। তিনি বক্তব্যে বলেন, প্রিয় শ্রমিক বন্ধুগণ আমাদেরকে মালিকের সাথে সম্পর্ক উন্নয়ন করার চেষ্টা করতে হবে। কারণ মালিক-শ্রমিক সম্পর্ক উন্নয়ন হলে মালিক শ্রমিক এর মধ্যে কোন ভেদাভেদ থাকবে না।
সভাপতির আলোচনায় ওমর ফারুক বলেন, রমজান মাস তাক্বওয়া অর্জনের মাস। রমজান মাসে আমাদেরকে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার চেষ্টা করতে হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার আহবায়ক কমিটির সদস্য সচিব মুহাম্মাদ জাহাঙ্গীর কবির, ইসলামী যুব আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মুহাম্মাদ মামুনুর রশীদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুহাম্মাদ আব্দুল হান্নান সহ জেলার শ্রমিক নেতৃবৃন্দ।