সেপ্টেম্বর ১০, ২০২৪, ৬:৩৪ পূর্বাহ্ন
Shahalam Molla
  • আপডেট : মার্চ, ৩০, ২০২৪, ৯:৩৬ অপরাহ্ণ
  • ২৩৬৮৭ ১৯ বার দেখেছে

নকশা বহির্ভুত বহুতল ভবন নির্মাণে অনিয়মে

নারায়ণগঞ্জে ৫টি ভবনের বর্ধিত অংশ ভেঙ্গে দিল রাজউক, জরিমানা ৫ লাখ টাকা

Shahalam Molla
  • আপডেট : নভেম্বর, ৩০, ২০২২, ৮:২৩ অপরাহ্ণ
  • ১৭৫ ১৯ বার দেখেছে
নারায়ণগঞ্জে ৫টি ভবনের বর্ধিত অংশ ভেঙ্গে দিল রাজউক, জরিমানা ৫ লাখ টাকা

নারায়ণগঞ্জের শহরের আমলাপাড়া এলাকায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক)  উচ্ছেদ অভিযানে নকশা বহির্ভুত বহুতল ভবন নির্মাণে অনিয়মের কারণে ৫টি বহুতল ভবনের বর্ধিত অংশ ভেঙ্গে দিয়েছে। এসময় জরিমানা করা হয়েছে ৫ লাখ টাকা।

 

বুধবার (৩০ নভেম্বর) দুপুর থেকে বিকাল পর্যন্ত শহরের আমলাপাড়া এলাকায় উচ্ছেদ অভিযান চালায় রাজউক।

 

অভিযানে আমলাপাড়া এলাকায় ৫টি বহুতল ভবন নকশাবহির্ভূত ভাবে বিধি নিষেধ অমান্য করে সড়কের জমি দখল করে ভবন নির্মাণ করার অভিযোগে ভবনগুলোর বর্ধিতাংশ ভেঙ্গে দেয়া হয়। এবং সড়কের দখল হওয়া জমি উদ্ধার করে সড়ক প্রশস্ত করা হয়।

 

এসময় ৮তলা ভবন মালিক মীর আমান উল্লাহকে ৫ লাখ টাকা জরিমানা এবং ৮তলা ভবনের বর্ধিত অংশ ভেঙ্গে পাশের সড়ক প্রশস্ত করা হয়। এছাড়া ৬তলা ভবন মালিক সামসুন নাহার, ৩তলা ভবন মালিক আলী হোসেন ভূইয়া, এক তলা ভবন মালিক আক্তার হোসেন ও ৮ তলা ভবন মালিক মোঃ পারভেজ মিয়াকে নকশা বহির্ভূত ভবন নির্মাণ ও সড়কের জমি দখল করার অভিযোগে বর্ধিত অংশ ভেঙ্গে দেওয়া হয়।

 

রাজউকের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াহিয়া খানের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযানে রাজউকের অথরাইজ কর্মকর্তা শুভঙ্কর সুস্ময় রায়, ইমারত পরিদর্শক সোহেল রানাসহ অন্যান্য কর্মকর্তা ও বিপুল পরিমান আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত ছিলেন।

 

রাজউকের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াহিয়া খান জানান, নকশাবহির্ভূত ভবন নির্মাণ, সড়কের জমি দখল করে ভবন নির্মান করার বিষয়টি রাজউকের নজরে এলে ভবন মালিকদের নোটিশ দেয়া হয়। কিন্তু তারা এর জবাব না দিয়ে বিধিনিষেধ অমান্য করে নির্মাণ কাজ চালাচ্ছিল। পরে নিয়ম অনুযায়ী রাজউক উচ্ছেদ অভিযান চলিয়ে ভবনের বর্ধিত অংশ ভেঙ্গে দেয়। এসময় ৫ লাখ টাকা জড়িমানা করা হয়।

 

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন
      
 
   

এ খবরটি আপনার বন্ধুকে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
© All rights reserved © 2020 sabarkantho
Design & Developed BY:Host cell BD
asterpress