নারায়ণগঞ্জে ৪৬ কেজি গাঁজা ও মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
নারায়ণগঞ্জের সৈয়দপুর আলামিন নগর এলাকায় মঙ্গলবার (২৯ নভেম্বর) একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক গুলো উদ্ধার করে।
গ্রেফতারকৃতরা হলো চাঁদপুরের ফরিদগঞ্জের রাঘনাথচরের চরড়া গ্রামের মো.কাজল শেখের ছেলে মো.আনোয়ার হোসেন (২৬) ও সৈয়দপুর আলামিন নগর এলাকার মো.নিজাম মিয়ার ছেলে মো. মাসুদ (২৫)।
স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানায় একটিনিয়মিত মামলা দায়ের করা হয়েছে।