fbpx
২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, বুধবার, বিকাল ৩:১১

নারায়ণগঞ্জে বাসদ কার্যালয় বন্ধের হুমকির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট : ডিসেম্বর, ১১, ২০২২, ১০:৫১ অপরাহ্ণ
  • ৬৯ ০৯ বার দেখা হয়েছে
নারায়ণগঞ্জে বাসদ কার্যালয় বন্ধের হুমকির অভিযোগ

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ এর কুতুবপুর ইউনিয়ন কার্যালয় বন্ধ করে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় সাধারণ ডায়েরী করেছে দলটির নেতারা।

নারায়ণগঞ্জ কার্যালয় থেকে প্রেরতি এক বিজ্ঞপ্তিতে রোববার (১১ ডিসেম্বর) এ তথ্য জানান বিল্লাল হোসেন। সেখানে বাসদ নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক নিখিল দাস ও সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লবের বরাদ দিয়ে একটি বিবৃতিতে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।

 

বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘৯ ডিসেম্বর সন্ধ্যা ৬ টায় ফতুল্লা থানার দক্ষিন রসুলপুর এলাকায় অবস্থিত বাসদ কুতুবপুর ইউনিয়ন কার্যালয়ে সরকার দলীয় ১৪-১৫ জন লোক প্রবেশ করে। অফিসে উপস্থিত নেতাকর্মীদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। এই সময়ে অনুপস্থিত বাসদ ফতুল্লার থানার সদস্য সচিব ও কুতুবপুর ইউনিয়নের আহ্বায়ক এসএম কাদিরকে খোঁজাখুঁজি করে এবং বলে এই আফিস থেকে সরকার বিরোধী আন্দোলন পরিচালনা করা হয় এবং অফিস বন্ধ করে দিতে হবে। অফিস বন্ধ না করলে এসএম কাদিরকে খুন করা হবে বলে হুমকি দিয়ে চলে যায়। অভিযুক্তরা আজ সকালেও বাসদ নেতা এসএম কাদিরের বাসার সামনে ও দলীয় কার্যালয়ের সামনে তার অনুপস্থিতিতে ভয়ভীতিসহ হুমকি প্রদান করে।’

 

এ বিষয়ে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়। ডায়েরী নাম্বার হলো ৮০৭।

 

নেতৃবৃন্দ বলেন, বর্তমান গণবিচ্ছিন্ন সরকার দমনপীড়ন চালিয়ে বিরোধী আন্দোলনকে বন্ধ করার চেষ্টা করছে। বিরোধী রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উপর সরকার দলীয় সন্ত্রাসীদের লেলিয়ে দিয়েছে এবং অফিস বন্ধ করার হুমকি দিয়েছে। নেতৃবৃন্দ অবিলম্ভে বাসদ নেতাকে হত্যার হুমকি প্রদানকারীদের গ্রেপ্তারের দাবি জানান।

 

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত  © ২০২১ সবার কন্ঠ
Design & Developed BY:Host cell BD
ThemesCell