সেপ্টেম্বর ১০, ২০২৪, ৭:০৭ পূর্বাহ্ন
Shahalam Molla
  • আপডেট : মার্চ, ৩০, ২০২৪, ৯:৩৬ অপরাহ্ণ
  • ২৩৭২১ ১৯ বার দেখেছে

নারায়ণগঞ্জে প্রতিবন্ধী অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট : ডিসেম্বর, ১৩, ২০২২, ১০:২০ অপরাহ্ণ
  • ১১৭ ১৯ বার দেখেছে
নারায়ণগঞ্জে প্রতিবন্ধী অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জে অন্তর (২২) নামে এক প্রতিবন্ধী অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টায় হাজীগঞ্জ কেল্লার ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

স্থানীয়রা জানান, রাতের কোনো এক সময়ে অটোরিকশা নিয়ে কেল্লার সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময়ে এই ঘটনা ঘটতে পারে। সকালে কেল্লার ভেতরে তার মরদেহ পাওয়া যায়। হয়তো অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্য এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

 

নিহত অন্তরের বন্ধু লাবিব বলেন, অন্তর শহরের মাসদাইর এলাকায় থাকতো। অটোরিকশা চালিয়ে তার সংসার চলতো। বিয়ে করলেও কিছুদিন আগে তাদের ডিভোর্স হয়ে গেছে। আমার সঙ্গে রাতে কথা হয়েছিল। এরপর সকালে তার মরদেহ উদ্ধারের খবর পাই। তার একটি পা ছিল না।

 

নারায়ণগঞ্জ সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান বলেন, ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন
      
 
   

এ খবরটি আপনার বন্ধুকে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
© All rights reserved © 2020 sabarkantho
Design & Developed BY:Host cell BD
asterpress