fbpx
২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, বুধবার, সকাল ৮:৫৭

নারায়ণগঞ্জে পলিথিনের ও ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ড

নিজেস্ব প্রতিবেদক
  • আপডেট : আগস্ট, ৩০, ২০২১, ৪:৫৩ পূর্বাহ্ণ
  • ৩৫৯ ০৯ বার দেখা হয়েছে
নারায়ণগঞ্জে পলিথিনের ও ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ড
নারায়ণগঞ্জে পলিথিনের ও ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ড

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় জেলা কারাগারের পাশে পলিথিন ও ঝুটের কয়েকটি গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনা ঘটে রোববার (২৯ আগস্ট) রাত ৯ টায়।

 

তবে আগুনে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও সেখানে থাকা বিপুল পরিমাণ ঝুট ও পলিথিন পুড়ে গেছে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের হাজীগঞ্জ ও মণ্ডলপাড়ার ৪টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ফতুল্লার কায়েমপুর এলাকার জেলা কারাগারের দক্ষিণে রুবেল ও সোহেলের পলিথিনের গোডাউন এবং মনু মিয়া, কালু মিয়া, জনিসহ ৫-৬ জনের ঝুটের গুদামঘর রয়েছে। রাত সাড়ে ৯টায় হঠাৎ তাদের কোনো এক ঘর থেকে আগুনের সূত্রপাত। এসব ঘর বাঁশের বেড়া ও টিন দিয়ে তৈরি। সেই সঙ্গে ভেতরে ঝুট পলিথিন থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের ৪টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত চলছে।

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত  © ২০২১ সবার কন্ঠ
Design & Developed BY:Host cell BD
ThemesCell