সারাদেশে নিবন্ধনহীন হাসপাতালে অভিযানের অংশ হিসেবে নারায়ণগঞ্জের শহর ও শহরতলী সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে তিনটি হাসপাতালকে সিলগালা করে দেয়া হয়েছে। হাসপাতালগুলো হলো- শহরের মিশন পাড়ায় নবাব সলিমুল্লাহ সড়কে মেডিভিশন চক্ষু হাসপাতাল, সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকার পদ্মা জেনারেল হাসপাতাল ও মমতা চক্ষু হাসপাতাল। রোববার (২৯ মে) বিকেলে জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমান ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন নাহারের নেতৃত্বে এ অভিযান চালিত হয়।
অভিযানে উপস্থিত ছিলেন- প্রশিকিউশন ডাঃ সহিদুল ইসলাম খান মেডিকেল অফিসার, সহকারী কমিশনার জেসমিন নাহার, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোহাম্মদ আমিনুল হক ও সিভিল সার্জন অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমান বলেন, অভিযানে কাগজপত্র না থাকায় (লাইসেন্স বিহীন) পদ্মা জেনারেল হাসপাতাল, মমতা চক্ষু হাসপাতাল ও মমতা চক্ষু হাসপাতালকে সিলগালা করে দেওয়া হয়েছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মঞ্জুরুল হাফিজ জানান, আমরা কোনো অবৈধ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার চলতে দেব না। তালিকা করে অভিযান শুরু হয়েছে। সবগুলোকে একেবারে বন্ধ করে দেওয়া হবে।