বুধবার (১১ আগস্ট) সকাল ১০টায় র্যাব-১১ এর এক বিজ্ঞপ্তিতে জানাযায় নারায়ণগঞ্জের কালীবাজার থেকে বিপুল পরিমাণ নকল সিগারেটসহ মো. সাকিবুল ইসলাম (২০) নামে এক তরুণকে আটক করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৯৬ হাজার ৬০ পিস নকল সিগারেট জব্দ করা হয়।
এর আগে মঙ্গলবার (১০ আগস্ট) সন্ধ্যায় তাকে আটক করা হয়।
র্যাব জানায়, কালীবাজার এম চাঁন মার্কেট-এর মোহাম্মদিয়া স্টোরের ভেতর সরকারি ব্যান্ডরোল জাল করে সিগারেটের প্যাকেটে ব্যবহার করে শুল্ক-কর ফাঁকি দিয়ে বাজারজাত করার উদেশ্যে অবস্থান করছে জানতে পরে ওই স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র্যাব।