fbpx
২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, বুধবার, সকাল ৭:৫৮

নারায়ণগঞ্জে গ্যাসের দাবিতে তিতাসের আঞ্চলিক কার্যালয় ঘেরাও

স্টাফ রিপোর্টার (জিহাদ হোসেন)
  • আপডেট : সেপ্টেম্বর, ১২, ২০২২, ১০:৩৭ অপরাহ্ণ
  • ৯৮ ০৯ বার দেখা হয়েছে
নারায়ণগঞ্জে গ্যাসের দাবিতে তিতাসের আঞ্চলিক কার্যালয় ঘেরাও
ছবি: জিহাদ হোসেন

সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নগরীর চাষাড়া বালুরমাঠ এলাকায় তিতাস গ্যাসের আঞ্চলিক বিক্রয় বিপণন বিভাগের কার্যালয় ঘেরাও করে সেখানে বিক্ষোভ সমাবেশও করেন তারা। তবে আশানুরূপ লোক জমায়েত হয়নি কর্মসূচিতে।

 

আমরা নারায়ণগঞ্জবাসি সংগঠনের সভাপতি নূর উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আবাসিক এলাকাগুলোতে তিতাসের বৈধ গ্রাহকরা প্রতি মাসে নিয়মিত গ্যাস বিল পরিশোধ করলেও পূর্ব ঘোষণা ছাড়াই তিতাস কতৃপক্ষ গত দুই সপ্তাহ ধরে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন পড়েছেন নগরীর অধিকাংশ এলাকার আবাসিক গ্রাহকরা। গ্যাস না থাকায় রান্নাসহ গৃহস্থালি নানা কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। সমাবেশ শেষে এই গ্যাস সংকট সমাধানের দাবি জানিয়ে তিতাস কতৃপক্ষের কাছে স্মরাকলিপি দেন আমরা নারায়ণগঞ্জবাসির নেতৃবৃন্দ। অবিলম্বে সমস্যা সমাধান করা না হলে সড়ক অবরোধসহ আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

আমরা নারায়ণগঞ্জবাসির সভাপতি নূর উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, গ্যাস সংকট সমাধানে দাবিতে আমরা তিতাস কতৃপক্ষকে স্মারকলিপি দিয়েছে। তারা এই গ্যাস সংকটের ব্যাপারে জাতীয় সমস্যার কথা উল্লেখ করেছেন। আমরা তাদের কাছে দাবি জানিয়েছি অন্তত সকালে ও সন্ধ্যায় রান্নার সময়টা যেন গ্যাস সরবরাহ দেয়া হয়। তারা আমাদের আশ্বস্ত করেছেন। অন্যথায় আমরা রাজপথে নেমে সড়ক অবরোধ সহ কঠোর আন্দোলনে নামব।

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত  © ২০২১ সবার কন্ঠ
Design & Developed BY:Host cell BD
ThemesCell