নারায়ণগঞ্জেটানা ৯ দিন করোনা ভাইরাস আক্রান্ত শূণ রয়েছে। গত ২৪ ঘন্টায় ৩৫ জনের শরীরে করোনা ভাইরাসের নমূনা পরীক্ষা করা হয়েছে। তাদের শরীরে কারো মধ্যেই এই ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।
নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয় থেকে সোমবার (১৯ ডিসেম্বর) সকালে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদনে উল্লখ করা হয়, এখন পর্যন্ত ২ লাখ ৬৩ হাজার ১৭৩ জনের শরীরে করোনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩১ হাজার ৫১৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। ৩১ হাজার ১৮১ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেন। মৃত্যু বরণ করেন ৩৩৩ হাজার মানুষ।
নারায়ণগঞ্জে এখন পর্যন্ত ৩১ হাজার ৫১৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন বলছে, এখন পর্যন্ত সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে ৩১ হাজার ১৮১ জন আর মারা গেছে ৩৩৩ জন।
সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে, এরপর সদর উপজেলায় ও রূপগঞ্জে।
সিটি করপোরেশন এলাকায় আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৭৩৩ জন, সদর উপজেলায় ৬ হাজার ৬২৫ জন, রূপগঞ্জে ৫ হাজার ৬২৫ জন, বন্দরে ৩ হাজার ২৩ জন, আড়াইহাজারে ২ হাজার ২৫৭ জন ও সোনারগাঁ উপজেলায় ৩ হাজার ২৫২।