নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে আরো ৪ জনের এবং নতুন আক্রান্ত হয়েছে ২৯৪ জন।
রোববার (১৫ আগস্ট) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় এক হাজার দুই জনের নমুনা পরীক্ষা করে ২৯৪ জন শনাক্ত হয়েছেন। মারা গেছেন আরও চারজন।
তিনি আরও জানান, এ পর্যন্ত নারায়ণগঞ্জে মারা গেছেন ২৯৬ জন। মোট আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ১৩৫ জন। যার মধ্যে সুস্থ হয়েছেন ১৯ হাজার ৩২৩ জন। আক্রান্ত রয়েছেন তিন হাজার ৫১৬ জন।