নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুরের নন্দলালপুর এলাকার আরিফুল ইসলাম পলাশ (৪০) নামের এক ব্যক্তিকে অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (১১ মে) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক বেগম সাবিনা ইয়াসমিন এ রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত আরিফুল ইসলাম নুর মোহাম্মদের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) জাসমিন আহমেদ বলেন, ২০১২ সালের ১২ নভেম্বর আরিফুল ইসলাম পলাশ এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি করেন। পরে র্যাব অভিযান চালিয়ে তার বাড়ি থেকে পলিথিনে মোড়ানো রিভলবার তৈরির খণ্ডাংশ, রিভলবারের ছয় চেম্বার বিশিষ্ট লোহার অংশ, রিভলবারের কাঠের বাট দুই খণ্ড, রিভলবারের ব্যারেলের অংশ, টিগার গার্ডসহ রিভলবারের লোহার অংশ, রিভলবার তৈরির ১২টি বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়।
দীর্ঘ শুনানি শেষে আদালত তাকে ১০ বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে আসামি অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।