নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সাতটি স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শতাধিক ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল ২৬ ডিসেম্বর সোমবার ব্রিলিয়ান্ট প্লাস কোচিং সেন্টার এ সংবর্ধনার আয়োজন করে। জাঙ্গীর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এডভোকেট মোঃ শাখাওয়াত হোসেন ভুঁইয়া রাজিব।
সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ছালাউদ্দিন ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ মশিউর রহমান তারেক, সহ-দপ্তর সম্পাদক মোঃ ওবায়দুল মজিদ জুয়েল মাষ্টার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মাছুম চৌধুরী অপু, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান ভুঁইয়া মনির, রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আরিফ খাঁন জয়, রূপগঞ্জ ইউপি সদস্য মোঃ আব্দুল্লাহ আল মামুন, মোঃ রিটন প্রধান, স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ ইমন হাসান খোকন, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম. এ মোমেন, সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন, ব্রিলিয়ান্ট প্লাস কোচিং সেন্টারের পরিচালক শরীফ ভুঁইয়া প্রমুখ।
পরে কৃতি ছাত্র ছাত্রীদের মধ্যে বই, নগদ অর্থ ও সম্মাননা পদক বিতরণ করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মস‚চির সমাপ্তি ঘটে।