নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে বন্দরের ২ নম্বর মাধপপাশা এলাকায় বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই এলাকার ফারুকের ছেলে।
নিহতের ভাই রকি জানান, এলাকার মৃত আলী বাহার মেম্বারের ছেলে আক্তার হোসেনের মালিকানাধীন তারকাটা ফ্যাক্টরিতে কাজ করতো তার ভাই। প্রতিষ্ঠানের চোরাই বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।