নারায়ণগঞ্জের বন্দরে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি মাদক বিরোধী অভিযানে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ শরিফুল ইসলাম (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (১৬ আগষ্ট) বিকেল ৪টায় বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের গকুলদাসের বাগ টিনের মসজিদের সামনে থেকে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ী শরিফুল ইসলাম বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের গকুলদাসের বাগ এলাকার আব্দুল খালেক মিয়ার ছেলে।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আরিফ শেখ বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ২৫(৮)২২।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী শরিফুল ইসলামকে মাদক মামলায় বুধবার সকালে মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।