fbpx
১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, রবিবার, রাত ১২:০২

নারায়ণগঞ্জের উন্নয়নে এক সাথে কাজ করার আহ্বান সেলিম ওসমানের

সবারকন্ঠ রিপোর্ট
  • আপডেট : নভেম্বর, ২৯, ২০২২, ৯:৫২ অপরাহ্ণ
  • ১০১ ০৯ বার দেখা হয়েছে
নারায়ণগঞ্জের উন্নয়নে এক সাথে কাজ করার আহ্বান সেলিম ওসমানের

রাজনৈতিক ভেদাভেদ ভুলে নারায়ণগঞ্জের উন্নয়নে এক সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান।

 

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলররা মঙ্গলবার (২৯ নভেম্বর) তাঁর ধানমন্ডির বাসভবনে গিয়ে সৌজন্য সাক্ষাত করলে এ কথা বলেন তিনি।

 

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মো, কামরুল হাসান মুন্না, ১৭নং ওয়ার্ডের মো. আব্দুল করিম, ১২ নং ওয়ার্ডের মোহাম্মদ শওকত হাসেম, ১৩নং ওয়ার্ডের মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, ২০নং ওয়ার্ডের কাউন্সিলর শাহেনশাহ আহম্মেদ, ১৩, ১৪ ও ১৫ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর শারমিন হাবিব বিন্নী, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর মোসাম্মৎ আয়েশা আক্তার।

 

কুশলাদি বিনিময়ের একপর্যায়ে সংসদ সদস্য সেলিম ওসমান তাকে দেখতে আসা কাউন্সিলরদের ধন্যবাদ জানিয়ে সকল রাজনৈতিক ভেদাভেদ ভুলে নারায়নগঞ্জের বৃহত্তর উন্নয়নে একসাথে কাজ করার আহ্বান রাখেন।

 

গত ২৮ অক্টোবর ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসার জন্য গিয়ে ছিলেন সেলিম ওসমান। সেখানে পৃথক দু‘টি অপারেশন শেষে ২৪ অক্টোবর দেশে ফিরেন।

 

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত  © ২০২১ সবার কন্ঠ
Design & Developed BY:Host cell BD
ThemesCell