fbpx
২৮শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, সন্ধ্যা ৭:৪৭

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতির সময় ডাকাত সর্দারকে ধরলেন ওসি

সবারকন্ঠ ডেস্ক
  • আপডেট : মে, ৮, ২০২২, ৯:১৭ অপরাহ্ণ
  • ২৫৫ ০৯ বার দেখা হয়েছে
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতির সময় ডাকাত সর্দারকে ধরলেন ওসি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাইক্রোবাস থামিয়ে ডাকাতির সময়ে গুলি ছুড়ে সেলিম মিয়া (৩৬) নামের এক ডাকাত সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ।

 

রোববার (৮ মে) ভোরে উপজেলার আড়াইহাজার-বিশনন্দী ফেরীঘাট সড়কের জালাকান্দি এলাকার একটি মশারির কারখানার সামনে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতার সেলিম মিয়া আড়াইহাজারের সালমদী গ্রামের সিরাজুলের ছেলে। তার কাছ থেকে দুটি বড় ছোরা ও লুট হওয়া ২ হাজার ৭০০ টাকা উদ্ধার করেছে পুলিশ।

 

এ ঘটনায় ভুক্তভোগী মাইক্রোবাস চালক আরস আলী বাদী হয়ে পাঁচজনের নামে আড়াইহাজার থানায় মামলা করেছেন।

 

পুলিশ জানায়, সিলেট থেকে বাঞ্জারামপুর যাওয়ার পথে জালাকান্দীতে একটি মাইক্রোবাস থামায় ডাকাত দল। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা লুটে নেন ডাকাত সদস্যরা। ডাকাতি চলাকালীন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লার গাড়ি ঘটনাস্থল অতিক্রম করছিল। তিনি ডাকাতদের ধাওয়া করেন। এ সময় পাঁচ রাউন্ড গুলিও ছোড়েন তিনি। পরে পাঁচ সদস্যের ডাকাত দলের চারজন পালিয়ে গেলেও ডাকাত সর্দার সেলিম মিয়াকে গ্রেফতার করতে সক্ষন হন ওসি।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা বলেন, এ ঘটনায় মামলা করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত  © ২০২১ সবার কন্ঠ
Design & Developed BY:Host cell BD
ThemesCell