জানুয়ারী ১৯, ২০২৫, ২:০৪ অপরাহ্ন
Shahalam Molla
  • আপডেট : মার্চ, ৩০, ২০২৪, ৯:৩৬ অপরাহ্ণ
  • ১১৩৭৪৭ ১৯ বার দেখেছে

নারায়ণগজের আলোচিত কাউন্সিলর খোরশেদকে বিমানবন্দরে আটকে দেওয়া হলো

সবারকন্ঠ রিপোর্ট
  • আপডেট : নভেম্বর, ৫, ২০২২, ৯:৩২ অপরাহ্ণ
  • ১৭৪ ১৯ বার দেখেছে
নারায়ণগজের আলোচিত কাউন্সিলর খোরশেদকে বিমানবন্দরে আটকে দেওয়া হলো

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) আলোচিত কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বিদেশ যেতে পারলেন না । স্ত্রীর চিকিৎসার জন্য থাইল্যান্ডের একটি হাসপাতালে যেতে চাইলে তাদের রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে।

 

শুক্রবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৯টায় একটি ফ্লাইটে ঢাকা ছাড়ার কথা ছিল তাদের। মাকছুদুল আলম খন্দকার খোরশেদ নিজেই বিষয়টি জানিয়েছেন।

 

তিনি বলেন, এটি চরম অমানবিক। আমার স্ত্রীর জন্য থাইল্যান্ডের একটি হাসপাতালের চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল। শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ের ব্যক্তি প্রতিহিংসা চরিতার্থ করার কারণে আমাকে চিকিৎসা সেবার জন্য বাইরে যেতে দেওয়া হয়নি।

 

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ করোনাকালে সামাজিক কর্মকাণ্ডে দেশব্যাপী আলোচিত ও প্রশংসিত হয়েছিলেন।

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন
      
 
   

এ খবরটি আপনার বন্ধুকে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
© All rights reserved © 2020 sabarkantho
Design & Developed BY:Host cell BD
asterpress