fbpx
২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, বুধবার, সকাল ৮:১০

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে সোয়া তিন কোটি টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট : জানুয়ারি, ১৬, ২০২৩, ৮:৪০ অপরাহ্ণ
  • ৬২ ০৯ বার দেখা হয়েছে
নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে সোয়া তিন কোটি টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় গোয়েন্দা পুলিশের অভিযানে প্রায় সোয়া তিন কোটি টাকা মূল্যের ১ কেজি ছয়শো গ্রাম হেরোইনসহ মাসুম সরকার (১৯) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।

 

রোববার (১৫ জানুয়ারি) রাতে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতার মাসুম সরকার কুমিল্লা জেলার হোমনা থানার মো. হাসান আলী সরকারের ছেলে। বর্তমানে তিনি ঢাকার রামপুরা এলাকায় বসবাস করেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল প্রেস ব্রিফিংয়ে বলেন, নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের সোনারগাঁ জোনের গোয়েন্দা টিম আজ রাতে ঢাকা-চিটাগাংরোড হাইওয়ে এলাকায় টহল দিচ্ছিল। এ সময় বন্ধু পরিবহনের কাউন্টারের পাশ থেকে মাসুম সরকার নামে মাদক ব্যবসায়ীকে এক কেজি ৬০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করতে সক্ষম হয়।

 

তিনি আরও বলেন, আমরা আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি অন্য আরেকজন তাকে এই হেরোইন দিয়েছিল। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে পরবর্তীতে বিস্তারিত তথ্য জানাতে পারবো।

 

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত  © ২০২১ সবার কন্ঠ
Design & Developed BY:Host cell BD
ThemesCell