নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে ৫কেজি গাঁজাসহ ৬ যুবককে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার (২৪) ফেব্রুয়ারি দিবাগত রাতে ফতুল্লার ইসলাম নগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-১১ এর সহকারী পরিচালক (এএসপি) মোঃ রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা ৎদীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা অভিনব পন্থায় সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।