নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ আবুল হোসেন (৩৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা কাউন্টার টেররিজম ইউনিট। ২৫ ফেব্রুয়ারি রাতে খানপুর কুমুদিনী ট্রাষ্টের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আবুল হোসেন কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার উলসন তালতলি এলাকার বাবুল মিয়ার ছেলে।
এ বিষয়ে জেলা কাউন্টার টেররিজম ইউনিটের এসআই মিজানুর রহমান বাদি হয়ে রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করে।
জেলা কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক খোকন চন্দ্র সরকার জানান, বাহিরের জেলা থেকে নবীগঞ্জ গুদারাঘাট দিয়ে শহরে মাদকের একটি চালান প্রবেশ করছে, এমন সংবাদের ভিত্তিতে জেলা কাউন্টার টেররিজম ইউনিটের এসআই মিজানুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে শহরের খানাপুর কুমুদিনী ট্রাষ্টের সামনে থেকে ১০ কেজি গাঁজাসহ আবুল হোসেন নামে একজনকে গ্রেফতার করা হয়। এসময় মাদক বহনকারী একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।