বুধবার (০৮ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ ওসমানী পৌর স্টেডিয়াম মাঠে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড বনাম লন্ডন টাইগার্স ফুটবল ক্লাবের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত প্রীতি ম্যাচে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড ১-০ গোলে লন্ডন টাইর্গাস ফুটবল ক্লাবকে হারিয়ে জয় লাভ করে। নারায়ণগঞ্জ ক্লাব এর পক্ষে খেলার দ্বিতীয়ার্ধে গোল করেন ওয়ালী ফয়সাল। খেলা শেষে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের গেষ্ট হাউজ ক্যাফেটেরিয়ায় দুইদলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ক্লাবের প্রেসিডেন্ট আসিফ হাসান মাহমুদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব ফয়েজ উদ্দিন আহমদ লাভলু, ভাইস-প্রেসিডেন্ট মোঃ ইদী আমীন (ইব্রাহিমখলিল), পরিচালনা পর্ষদ সদস্য এম. শামীম রেজা, আলহাজ্ব মনির হোসেন (নোয়াব), এস. এম. শাহীন, হাজী মোঃ তাসলিমুদ্দিন খান (শিশু), সাদেকুস সামাদ রিপন, মোঃ দুলাল মল্লি¬ক, হারুন-অর-রশীদ সামাদ, মোঃ সাইফুর রহমান সহ বিপুল সংখ্যক ক্লাব মেম্বার ও ক্লাবের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।