জানুয়ারী ১৯, ২০২৫, ২:২৮ অপরাহ্ন
Shahalam Molla
  • আপডেট : মার্চ, ৩০, ২০২৪, ৯:৩৬ অপরাহ্ণ
  • ১১৩৭৮৩ ১৯ বার দেখেছে

নারায়ণগঞ্জে ইউপি চেয়ারম্যান হত্যায় দুইজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট : আগস্ট, ৬, ২০২৩, ৯:৩৬ অপরাহ্ণ
  • ১৭২ ১৯ বার দেখেছে
নারায়ণগঞ্জে ইউপি চেয়ারম্যান হত্যায় দুইজনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আলোচিত কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় একই মামলায় ১৫ জনকে খালাস দেওয়া হয়েছে।

 

রোববার (৬ আগস্ট) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শাম্মী আখতার এ রায় ঘোষণা করেন। রায়ে দণ্ডপ্রাপ্তদের এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন রূপগঞ্জের ইছাখালী এলাকার হাছান ভূইয়ার ছেলে কালাম ও নগরপাড়া এলাকার মৃত আব্দুল করিমের ছেলে নুর মোহাম্মদ। রায় ঘোষণার সময় নুর মোহাম্মদ উপস্থিত থাকলেও অপর আসামি কালাম পলাতক।

 

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জাসমিন আহমেদ বলেন, ২০০১ সালের ১৪ নভেম্বর রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন আহমেদকে হত্যা করা হয়। এ ঘটনায় তার ছেলে সোহেল রানা বাদী হয়ে থানায় মামলা করেন। বিচার কার্যক্রম শেষে রোববার আদালত এ রায় ঘোষণা করেছেন।

 

আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ২০০১ সালের ১৪ নভেম্বর ঢাকা থেকে ফেরার পথে রাস্তায় আটকিয়ে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন আহমেদকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় মামলা হলে ২০০২ সালে ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন তদন্ত কর্মকর্তা। সেই মামলায় আদালত রায় ঘোষণা করেছেন।

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন
      
 
   

এ খবরটি আপনার বন্ধুকে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
© All rights reserved © 2020 sabarkantho
Design & Developed BY:Host cell BD
asterpress