বিএনপির ডাকা অবরোধের সমর্থনে নারায়ণগঞ্জ শহরে মশাল মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের ডনচেম্বার এলাকায় এ মশাল মিছিল করে।
মিছিলে ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা, সদস্য সচিব মমিনুর রহমান বাবু ও যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন জনি প্রমুখ।
স্থানীয়রা জানান, সন্ধ্যার পর ডনচেম্বার মোড় থেকে মশাল হাতে একদল নেতাকর্মী অবরোধের সমর্থনে স্লোগান দিয়ে বিক্ষোভ করে। মিছিলটি শহরের মিশনপাড়া মোড়ে গিয়ে সড়কে আগুন ধরিয়ে দেয়। এসময় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। পরে মশালগুলো সড়কে নিক্ষেপ করে তারা ঘটনাস্থল ত্যাগ করে। এসময় ডনচেম্বার ও মিশনপাড়ায় ফার্নিচার মার্কেটে আতঙ্ক দেখা দেয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এ বিষয়ে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা বলেন, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছি। কোনো অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেনি।