fbpx
২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, বুধবার, দুপুর ২:৩৪

নারায়ণগঞ্জের বন্দরে ফেনসিডিলসহ ২ কারবারি আটক

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট : নভেম্বর, ১১, ২০২৩, ১০:৪৩ অপরাহ্ণ
  • ১৩ ০৯ বার দেখা হয়েছে
নারায়ণগঞ্জের বন্দরে ফেনসিডিলসহ ২ কারবারি আটক

নারায়ণগঞ্জের বন্দর থেকে ৪৭৩ বোতল ফেনসিডিলসহ মনির হোসেন (২৭) ও মো. রবিউল হক (৪৩) নামে দুই কারবারিকে আটক করেছে র‌্যাব।

 

শনিবার (১১ নভেম্বর) দুপুরে র‌্যাব-১১ এর মিডিয়া কর্মকর্তা সনদ বড়ুয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার (১০ নভেম্বর) দিনগত রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। তারা দুজনই পেশাদার মাদক কারবারি। তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে ফেনসিডিল কুমিল্লা থেকে এনে ঢাকাসহ দেশে বিভিন্ন এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত  © ২০২১ সবার কন্ঠ
Design & Developed BY:Host cell BD
ThemesCell