নরসিংদীর শিবপুর উপজেলায় পরিবহনে চাঁদাবাজির সময় পাঁচজনকে গ্রেফতার করেছেন র্যাবের সদস্যরা।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে র্যাব-১১ এর নরসিংদী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতাররা হলেন- উপজেলার পূর্বের গাঁও গ্রামের তারা মিয়ার ছেলে শাহেদ শেখ (৩০), চক্রদা গ্রামের খোরশেদ আলমের ছেলে শাহাদাত হোসেন রানা (২৬), পূর্বপাড়ার রেনু মিয়ার ছেলে রাজিব মিয়া (২০), নগর বাসস্ট্যান্ডের আবদুল করিমের ছেলে রানা ভূইয়া (৩০) ও সাতাপাড়ার মৃত জালাল ভূইয়ার ছেলে সানি ভূইয়া (২০)।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর-মনোহরদী সড়কে অভিযান চালানো হয়। সড়কে দাঁড়িয়ে চাঁদা আদায়ের সময় পাঁচজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চাঁদা আদায়ের নগদ ১২ হাজার ৯৮০ টাকা, রশিদ বই, পাঁচটি মোবাইল ও আটটি সিমকার্ড জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে শিবপুর থানায় মামলা হয়েছে।