নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে নরসিংদীর রায়পুরা উপজেলার হাঁটুভাঙ্গা ও মেথিকান্দা রেল স্টেশনের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- রায়পুরার সাহাপুর গ্রামের দীন ইসলামের ছেলে মো. জুবায়েদ মিয়া (১১) ও একই উপজেলার শেরপুর কান্দা পাড়া মো. কাউছার আহাম্মেদের ছেলে মো. সিয়াম আহাম্মেদ আতিকুল (১০)।
রেলওয়ে পুলিশ জানিয়েছে, সকালে জুবায়েদ ও সিয়াম ওই এলাকায় রেললাইনের ওপর দাঁড়িয়ে অপর লাইনে আসা একটি ট্রেনের ইঞ্জিন দেখছিল। ওই সময় তিতাস কমিউটার ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা যাচ্ছিল। একাধিক হর্ন বাজালেও শিশু দুটি ট্রেনটি দেখতে পায়নি। পরে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।
রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইমায়েদুল জাহেদী জানিয়েছেন, শিশু দুটি রেললাইনের ওপর দাঁড়িয়ে অপর লাইনে আসা একটি ইঞ্জিন দেখছিল। তখন তারা তিতাস ট্রেনটি দেখতে পায়িনি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।