জুন ১৭, ২০২৫, ৪:০০ পূর্বাহ্ন
Shahalam Molla
  • আপডেট : মার্চ, ৩০, ২০২৪, ৯:৩৬ অপরাহ্ণ
  • ২৩৯০৪৫ ১৯ বার দেখেছে

নতুন বছরে ভিন্ন রূপে প্রভা

বিনোদন ডেস্ক
  • আপডেট : জানুয়ারি, ১, ২০২৩, ১০:৪৩ অপরাহ্ণ
  • ৩৮৫ ১৯ বার দেখেছে
নতুন বছরে ভিন্ন রূপে প্রভা

টিভিপর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সাদিয়া জাহান প্রভা। একের পর এক নাটক টেলিছবিতে অভিনয় করছেন তিনি। নতুন বছরের প্রথম দিন থেকেই তাকে ছোটপর্দায় দেখা যাবে। আজ রোববার (১ জানুয়ারি) থেকে বাংলাভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘বিবাহ অ্যাটাক’। এতে ভিন্ন রূপে দেখা যাবে প্রভাকে। কমেডি ঘরানার ধারাবাহিক ‘বিবাহ অ্যাটাক’ রচনা করেছেন মারুফ রেহমান। পরিচালনায় মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

 

নাটকটির গল্পে দেখা যায়, রুস্তমের বাবা-মা বেঁচে নেই। তিন বোন তাদের জামাইসহ রুস্তমের বাড়িতেই থাকে। তিন জামাইয়ের প্রধান কাজ ‘ঘর জামাই’ পদবি আগলে রাখা। তিন বোন সিদ্ধান্ত নেন যে কোনো মূল্যে তাদের একমাত্র ভাই রুস্তমের বিয়ে দেবে। বোনদের বিয়ে দেওয়া এবং তাদের সংসার সামলাতে গিয়ে ভাই বিয়ে করার সময় পায়নি। রুস্তমের বিয়ের উদ্যোগে তীব্র বিরোধিতা করে জামাই গ্রুপ। তাদের ধারণা, রুস্তমের বিয়ে হলে তাদের ঘর জামাই থাকা হবে না-এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প।

নতুন বছরে ভিন্ন রূপে প্রভা

এতে আরও অভিনয় করেছেন মীর সাব্বির, সাজু খাদেম, প্রাণ রায়, লুৎফর রহমান জর্জ, সামিয়া অথৈ, পূর্ণিমা বৃষ্টি, ওয়ালিউল হক রুমি, আরজুমান্দ আরা বকুল, কে এম সোহাগ রানা, মো. আবুবকর রোকনসহ অনেকে।

 

প্রতি সপ্তাহে রোববার ও সোমবার রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে নাটকটি।

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন
      
 
   

এ খবরটি আপনার বন্ধুকে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
© All rights reserved © 2020 sabarkantho
Design & Developed BY:Host cell BD
asterpress