fbpx
২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, বুধবার, সকাল ৮:৫৮

নতুন প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানাতে হবে: মেয়র হাসিনা গাজী

সবারকন্ঠ রিপোর্ট:
  • আপডেট : ডিসেম্বর, ১৭, ২০২২, ৯:১১ অপরাহ্ণ
  • ৯৭ ০৯ বার দেখা হয়েছে
নতুন প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানাতে হবে: মেয়র হাসিনা গাজী

রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন করে লাখো শহীদের রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা। আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা এ স্বাধীনতা অর্জন করেছি।

 

আজকে সেই স্বাধীনতার সুফল যেন, প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছাতে পারে সেটাই আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র লক্ষ্যে। সেই লক্ষ্য নিয়েই আমাদের কাজ করতে হবে। দেশটা আমাদের সকলের।

 

দেশের ভাগ্য পরিবর্তনে এখন সবাইকে এগিয়ে আসতে হবে, সবাই মিলে দেশটাকে গড়তে হবে। সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। যুদ্ধাপরাধী ও তাদের দোসররা যাতে দেশের ক্ষতি করতে না পারে, সেদিকে সবার লক্ষ্য রাখতে হবে।

 

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার খাদুন এলাকায় তারাবো পৌরসভা কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করে মুক্তিযুদ্ধের লাখো শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলালীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী বলেন, বঙ্গবন্ধুর ঘোষণায় সেদিন এ দেশের মুক্তিযোদ্ধারা স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন। বঙ্গবন্ধুর জন্ম না হলে এদেশ এমন নেতা পেতো না; আর দেশও স্বাধীন হতো না। বিশ্বের ইতিহাসে এতো অল্প সময়ের সংগ্রামে কোনো দেশ স্বাধীন হয়নি।

 

বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধের অবিস্মরণীয় গৌরবদীপ্ত চূড়ান্ত বিজয় এ মাসের ১৬ ডিসেম্বর অর্জিত হয়। স্বাধীন জাতি হিসেবে সমগ্র বিশ্বে আত্মপরিচয় লাভ করে বাঙালিরা। অর্জন করে নিজস্ব ভূ-খন্ড। আর সবুজের বুকে লাল সূর্য খচিত নিজস্ব জাতীয় পতাকা।

 

ভাষার ভিত্তিতে যে জাতীয়তাবাদ গড়ে উঠেছিল, এক রক্তক্ষয়ী যুদ্ধের পর বিজয়ের মাধ্যমে ঘোষিত স্বাধীনতা পূর্ণতা পায় এ দিনে। নতুন প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানাতে হবে।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, তারাবো পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, তারাবো পৌরসভার নির্বাহী প্রকৌশলী জেড এম আনোয়ার, তারাবো পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা তাজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য ফিরোজ ভুঁইয়া, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারন সম্পাদক মাহবুবুর রহমান মেহের, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি তানজীর আহমেদ খান রিয়াজ, তারাবো পৌরসভার কাউন্সিলর আমির হোসেন ভুঁইয়া, কাউন্সিলর রফিকুল ইসলাম মনির, কাউন্সিলর মাহবুবুর রহমান জাকারিয়া, কাউন্সিলর বিএম আতিক, কাউন্সিলর আনোয়ার হোসেন, কাউন্সিলর আক্তার হোসেন মোল্লা, কাউন্সিলর জসিম উদ্দিন, কাউন্সিলর রাসেল শিকদার, কাউন্সিলর মোহাম্মদ হামিদুল্লাহ, কাউন্সিলর লায়লা পারভীন, কাউন্সিলর মাহফুজা আক্তার ও কাউন্সিলর জোসনা বেগম, তারাবো পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেল আহমেদ, সাধারণ সম্পাদক মিথুন ভুঁইয়া, তারাবো পৌরসভা ছাত্রলীগের সভাপতি আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক মনির খান সোমেল, শ্রমিক লীগ নেতা শাহীন খান সহ অনেকে।

 

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত  © ২০২১ সবার কন্ঠ
Design & Developed BY:Host cell BD
ThemesCell