বৃহস্পতিবার বেলা ১২টায় নওগাঁয় সরকারি কাজে বাধা ও পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় পৃথক মামলায় পৌর মেয়রসহ বিএনপির তিননেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। নওগাঁ চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আসামিরা জামিনের আবেদন করলে বিজ্ঞ বিচারক আশরাফুল ইসলাম জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে প্রেরণকৃত বিএনপির নেতারা হলেন- নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু ,পৌর মেয়র ও জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনি এবং পৌর বিএনপি’র সাবেক সদস্য সচিব মিজানুর রহমান।
সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা ও সরকারি সম্পত্তিসহ জানমালের নিরাপত্তা বিঘ্নিত করায় সন্ত্রাসবিরোধী আইনে গত ৩১ মার্চ নওগাঁ সদর থানার এসআই আব্দুল মান্নান বাদী হয়ে এ মামলা করেন।