বিচার বিভাগের কর্মরত তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দুই সপ্তাহব্যাপী অভ্যন্তরীন কর্মশালার উদ্ধোধন করেছেন নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ মুন্সী মো.মশিয়ার রহমান। রোববার বিকেলে নারায়ণগঞ্জের আদালত ভবনে এ প্রশিক্ষণ শুরু হয়।
কর্মশালার উদ্ধোধন শেষে জেলা ও দায়রা জজ মুন্সী মো.মশিয়ার রহমান বলেন, আপনারা কর্মকর্তা ও কর্মচারীরা বিচার বিভাগের সব চেয়ে গুরুত্বপূর্ণ কাজ গুলো করেন। বিভাগে কর্মরত কর্মকর্তা ও কর্মচারি যারা দ্বায়িত্ব পালন করছেন আপনাদের কাজ হলো তামিল করা ও সামিল করা। বিজ্ঞ বিচারক যে আদেশ দেন, যে সিদান্ত দেন সেগুলো কার্যকর করা। এ কাজ সময় মতো যারা করবেন তারা হবেন ভালা কর্মকর্তা ও কর্মচারী। সময়ের কাজ সময় মতো করতে হবে।
তিনি বলেন, আপনারা এই প্রশিক্ষণকে গুরুত্ব সহকারে নিবেন। কারন এখান থেকে প্রশ্ন করা হবে পরীক্ষা নেয়া হবে এবং এর ফলাফলের উপর আগামী দিনে আপনাদের পদোন্নতি ও পদায়ন হবে। যারা ভালো করবেন তাদের ভালো পদায়ন হবে যারা খারাপ করবেন তাদের খারাপ পদায়ন হবে সতরাং প্রশিক্ষনটি গুরুত্বপূর্ণ।
কর্মশালায় প্রশিক্ষণার্থীদের উদ্দেশে জেলা ও দায়রা জজ বলেন, বিচার বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের পােশাক আসাক ও চাল চলন অন্য সব বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের চেয়ে আলাদা হতে হবে। আমাদের পোশাক সুন্দর থাকতে হবে।
কর্মশালায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২য়) আদালতের বিচারক বেগম সাবিনা ইয়াসমিন, যুগ্ম জেলা জজ (১ম) আদালতের বিচারক এস, এম মাসুদ জামান, সিনিয়র সহকারি জজ বেগম মুনিয়া জাহিদ নিশা, তাসমিনা খান, সহকারি জজ শেখ আনিছুজ্জামান, তাহমিনা আক্তার তমা, প্রশাসনিক কর্মকর্তা আবু হাসান, জেলা নাজির কামরুল হুদা সহ বিভিন্ন আদালতের কর্মকর্তা ও কর্মচারীরা।