নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল বলেন, আওয়ামী সরকার ১৫ বৎসর যাবৎ ক্ষমতায় আছে বলে, দেশের জনগন শান্তিতে বসবাস করতে পারে। এখন দেশের প্রতিটি সেক্টর উন্নয়ন হচ্ছে, কিন্তু স্বাধীনতা বিরোধী শক্তি এটা মেনে নিতে পারছেনা, তারা বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে করে যাচ্ছে।
বিএনপি জামাত তারা ১০ তারিখে নিয়ে মানুষ মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে, আপনাদেরকে এখন থেকে প্রস্তুত থাকতে হবে, তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। আপনারকে আরো ঐক্য বদ্ধ হতে হবে। দেশের উন্নয়ন ধরে রাখতে হলে, আগামী সংসদ নির্বাচনে চতুর্থবারের মতো আওয়ামীলীগ সরকারকে ক্ষমতা আনতে হবে।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের এর সাধারণ সম্পাদক পদে এডভোকেট আবু হাসনাত শহীদ মোঃ বাদল পুনরায় নির্বাচিত করায়, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা, জানিয়ে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে রবিবার (২৭ নভেম্বর) বিকালে জামপুর ইউনিয়ন পরিষদের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির ভূইয়া।
অনুষ্ঠানে প্রধান বক্তা উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এডভোকেট সামসুল ইসলাম ভূইয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক অধ্যাপক ডাঃ আবু জাফর চৌধুরী বিরু।
জামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুদ্দিন খাঁন আবু সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা দেওয়ার মোস্তাফিজ রহমান, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, মোঃ গোলজার হোসেন, জসিম উদ্দিন ,বাচ্চু, সোনারগাঁও উপজেলা যুবলীগের সহ সভাপতি রাশেদ উদ্দিন মঞ্জু, আবু হোসেন চৌধুরী লিপন, মিয়া আব্দুল বাতেন, কাজী মাইনুদ্দিন,দেওয়ান কামাল, মাহাবুব পারভেজ, আবু হানিফ ভূইয়া , নাজমুল হক, শরীর সরকার , জাকির হোসেন জাকু, মোমেন মিয়া, আমির হোসেন, আবু হানিফ মোল্লা, মোক্তার হোসেন, সানাউল্লাহ মেম্বার, কামরুল ইসলাম মেম্বার সহ ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।